• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার রেমিট্যান্স এসেছে ১৫ হাজার মিলিয়ন ডলার

  অধিকার ডেস্ক

২২ জুন ২০১৯, ২০:১৬
সংসদ অধিবেশন
ফাইল ফটো

চলতি অর্থবছরে (২০১৮-১৯) মে পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৫ হাজার ৫৯ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের তুলনায় এবার এক হাজার ৪৬২ মিলিয়ন ডলার বেশি এসেছে।

শনিবার (২২ জুন) একাদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের এমপি মো. আনোয়ারুল আজীমের প্রশ্নে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা এ তথ্য দেন।

ক্ষমতাসীন দলের আরেক এমপি মোরশেদ আলমের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এবার (২০১৮-১৯ অর্থবছর) গত মে পর্যন্ত দাতাদেশ বা সংস্থাগুলো থেকে নানা প্রকল্পের মাধ্যমে মোট পাঁচ হাজার ২১৩ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার এসেছে। এর মধ্যে ঋণ বাবদ চার হাজার ৯৭৪ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার। অনুদান বাবদ ২৩৮ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার।

মো. মামুনুর রশীদ কিরণের প্রশ্নে মুস্তফা কামাল বলেন, বর্তমানে দেশে মোট টিআইএনধারী করদাতার সংখ্যা ৪০ লাখ ৩৭ হাজার ৪২৯ জন।

শহীদুজ্জামান সরকারের প্রশ্নে তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরে দেশে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে দুই লাখ ৮০ হাজার ৬৩ কোটি টাকা (সংশোধিত)।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড