• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেই দাম সেই মূল্য, খেইল দেখালো সোনা ব্যবসায়ীরা!

  নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০১৯, ০২:০৫
জুয়েলারি দোকান
জুয়েলারি দোকানে অলংকার দেখছেন এক নারী ক্রেতা (ফাইল ফটো)

বৃহস্পতিবার (১৩ জুন) পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫০ হাজার ১৫৫ টাকা। বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত (২০১৯-২০) বাজেটে দাম কমে যাওয়ার কথা বলা হয়। ওই এদিন রাতেই বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয়। প্রতি ভরিতে দাম বাড়ায় ১ হাজার ১৬৭ টাকা। চারদিনের মাথায় সোমবার (১৭ জুন) ঠিক ১ হাজার ১৬৭ টাকাই কমালো তারা।

প্রস্তাবিত বাজেটে সোনা আমদানিতে শুল্কহার প্রতি ভরিতে ১ হাজার টাকা কমানোর কথা বলা হয়েছে। এতে সোনা আমদানির খরচ ও দেশের বাজারে সোনার দাম কমার কথা। কিন্তু বাজেটের রাতেই বাড়ে সোনার দাম। এটাকে জুয়েলার্স সমিতির কৌশল হিসেবে দেখেন সংশ্লিষ্টরা। এবার সেই কৌশলটা বেরিয়ে এলো। অর্থ্যাৎ যেই দাম সেই মূল্য (যে লাউ সেই কদু)। মাঝখান থেকে বাজেটের কারণে দাম কমে যাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হলেন সাধারণ ক্রেতারা। আর সুবিধাটি ষোল আনা নিলেন সোনা ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪২ হাজার ৮০৭ টাকা ছিল। সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্তটি জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা ও ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৮০৭ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা। অনেক দিন পর রুপার দাম কমছে। প্রতি ভরি হবে ৯৩৩ টাকা।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম কমেছে। এ ছাড়া বাজেটে লাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে ভরিতে শুল্ক ৩ হাজার টাকা থেকে হ্রাস করে ২ হাজার টাকা নির্ধারণ করায় কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড