• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় ইরি-বোরো ধান কাটা শুরু

  রাণীনগর প্রতিনিধি, নওগাঁ

২৩ এপ্রিল ২০১৯, ১৭:৫১
নওগাঁ
ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা (ছবি : দৈনিক অধিকার)

নওগাঁর রাণীনগর উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। গত সপ্তাহ জুড়ে বৈরি আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে উঠতি পাকা ধান নিয়ে কৃষকরা কিছুটা বিপাকে থাকলেও এখন আর সে সমস্যা নেই।

ফলন ভালো হওয়ায় কৃষকরা বেশ ফুরফুরে মেজাজে আছে। তবে পুরোদমে কাটা মাড়াই শুরু হতে আর কয়েক দিন সময় লাগবে।

উপজেলার ৮টি ইউনিয়নে দিগন্ত জুড়ে পাকা ধানের সোনালি রঙের ঝিলিক ছড়াচ্ছে। যতদূর চোখ যায় শুধু পাকা ধানের সোনালি রঙের চোখ ধাঁধানো দৃশ্য। মাঠ জুড়ে পাকা ধান বলে দিচ্ছে গ্রামবাংলার কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা ইরি-বোরো ধান চাষের দৃশ্য।

বাজারে নতুন ধানের আমদানি হওয়ায় অল্প কেনা-বেচা শুরু হলেও বাজার দর তেমন একটা ভালো নয়। জিরা জাতের সুরু ধান মান ভেদে ৭শ থেকে সাড়ে ৭শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

রাণীনগর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে ৮টি ইউনিয়নে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো, নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া, সার সংকট না থাকায় ধানের চাষ ভালো হয়েছে। নতুন ধান কাটার শুরুতেই বিঘা প্রতি ২০-২২ মন হারে ধান উৎপাদন হচ্ছে। নওগাঁর ছোট যমুনা নদী বেষ্টিত নিম্নাঞ্চল হওয়ায় উর্বরা পলি মাটির জমিতে ইরি-বোরো ধান ব্যাপক আকারে চাষ হয়েছে।

এছাড়াও রক্তদহ বিল, বিল মুনসুর, বিল চৌর, সিম্বা, খাগড়া, আতাইকুলা, গোনা, একডালা, কালীগ্রাম, রাতোয়াল, ভাটকৈ মাঠে সরজমিনে ঘুরে দেখা গেছে পাকা ধানের সোনালি রঙের আভাস। কিছু এলাকায় ধানের রোগ-বালাই আংশিক দেখা দিলেও তা খুবই কম।

তারপরও স্থানীয় কৃষি অফিসের কর্তা ব্যক্তিরা সরকারি ছুটি বাতিল করে মাঠ পর্যায়ে কৃষকের জমিতে গিয়ে নানান ধরনের পরামর্শ দিচ্ছেন। তাদের পরামর্শে আক্রান্ত জমিতে নানান ধরনের ওষুধ ছিটিয়ে রোগ-বালাই নিরাময়ের চেষ্টা চালাচ্ছে। কৃষি বিভাগ বলছেন, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা বাম্পার ফলন পাবেন।

উপজেলার আতাইকুলা গ্রামের কৃষক মো. আকবর আলী জানান, আমি এ বছর ৮ বিঘা জমিতে ধান লাগিয়েছি। কৃষি বিভাগের পরামর্শে যথা সময়ে ভালো পরিচর্যা করায় আমার জমিতে ধান ভালো হয়েছে। ইতোমধ্যেই ধান কাটা শুরু করেছি ধানের ফলন ভালো হবে বলে আশা করছি।

রাণীনগর চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শ্রী সীতানাথ ঘোষ জানান, বাজারে এখন পর্যন্ত ধানের তেমন আমদানি নেই। বর্তমানে বেশকিছু এলাকায় ধান কাটা মাড়াই শুরু হয়েছে তাই বাজারে কেনাকাটাও জমে উঠেনি। আশা করছি অল্প দিনের মধ্যে পুরোদমে ধান আমদানি ও কেনা-বেচা শুরু হবে।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড