• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে প্রদর্শনীমূলক গম কর্তন দিবস পালন

  কুড়িগ্রাম প্রতিনিধি

২৫ মার্চ ২০১৯, ১৫:২৯
কুড়িগ্রাম
মাঠ দিবস উদযাপন

তাপ সহনশীল, মরিচা প্রতিরোধকারী ও কম সেচে অধিক ফলনের প্রচারণায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র ও কৃষি অধিদপ্তর বারী গম-২৮ কর্তন ও মাঠ দিবস উদযাপন করেছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর কালোয়া গ্রামে আব্দুল গফুর বকসীর উঠানে দিবসটি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন, আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের মাঠ সমন্বয়কারী নাজমুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা নারায়ণ চন্দ্র প্রমূখ।

আয়োজকরা জানান, গমচাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ও উন্নতজাত সম্প্রসারণে কৃষি বিভাগের তত্ত্বাবধানে প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষকদের আগ্রহী করে তুলতে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসের আয়োজন করা হয়। গম কর্তন শেষে হেক্টরে গড়ে ৫ টন উৎপাদন হয়েছে বলে জানানো হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি বছর সদর উপজেলায় ৯১০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এতে অর্জিত হয়েছে ৭৭০ হেক্টর জমিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড