• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক্সিম ব্যাংককে অনুমোদন দেওয়া হল ৬০০ কোটি টাকার বন্ড

  অধিকার ডেস্ক    ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৯

ব্যাংক
এক্সিম ব্যাংক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ব্যাংলাদেশ (এক্সিম) লিমিটেডের ৬০০ কোটি টাকার নন-কনভারটিবল সাব-অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে।

বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ৬৭৬তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

তারা জানিয়েছে, সাত বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে,এটি নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন এবং অতালিকাভুক্ত সাব-অর্ডিনেট বন্ড। সাত বছরে বন্ডটি পূর্ণ অবসায়ন হবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডটি যোগ্য বিনিয়োগকারী,ইন্স্যুরেন্স, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, অফসোর উন্নয়নমূলক প্রতিষ্ঠান এবং কর্পোরেট প্রতিষ্ঠান ক্রয় করতে পারবেন।বন্ডের অভিহিত মূল্য এক কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল বেসের শর্ত পূরণ করবে। ট্রাস্টি হিসেবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এই বন্ডের কাজ করছে। আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড