• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেবা খাতে আয় বেড়েছে ৫০ শতাংশ

  অধিকার ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১১

রপ্তানি
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ছবি: সংগৃহীত)

দেশের সেবা রপ্তানিতে সুবাতাস বইছে। পণ্যের মতো সেবা খাতের রপ্তানি আয়েও ইতিবাচক ঘটনা ঘটে চলছে। গত অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় (জুলাই-ডিসেম্বর) মাসে ৫০ শতাংশ বেশি রপ্তানি আয় এসেছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে রপ্তানি আয় ছিল ২৮৭ কোটি ১৩ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময়ে এই রপ্তানি আয়ের পরিমাণ ১৯০ কোটি ৮০ লাখ ডলার। আগের বছরের তুলনায় এই সময়ে ৯৬ কোটি ৩৩ লাখ ডলার বেশি আয় হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে এই ছয় মাসের ব্যয় ১৪ দশমিক ৮৫ শতাংশ বেশি।

এ বছরের প্রথম ছয় মাসে সেবা খাতে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ দশমিক ৪৮ শতাংশ বেশি বলে জানায় ইপিবি। এর মধ্যে সরাসরি সেবা খাত থেকে এসেছে ২৮০ কোটি ৮৮ লাখ ডলার। আর বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজগুলোর কেনা পণ্য ও মার্চেন্টিংয়ের অধীনে পণ্য বিক্রির আয় থেকে বাকি অর্থ এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড