• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

৭ মার্চ থেকে শুরু হচ্ছে সিলকো ফার্মার আইপিও আবেদন

  অধিকার ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৬

সিলকো
সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ছবি:সংগৃহীত)

৭ মার্চ থেকে শুরু হচ্ছে সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের আবেদন শুরু হবে। এ আবেদন চলবে ১৯ মার্চ পর্যন্ত।

গত বছরের ১৯ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়।

বিনিয়োগকারীদের কাছ থেকে ১০ টাকা দামে ৩ কোটি শেয়ার ছেড়ে এ টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়।আগামী ৭ মার্চ থেকে সে লক্ষ্যে সাবক্রিপশন শুরু হচ্ছে ।

এই আইপিওর টাকায় কারখানা ভবন নির্মাণ, ডেলিভারি ভ্যান ক্রয়, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৭ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪১ টাকা। আর ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ওয়েটেড অ্যাভারেজ ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৬ টাকা।

এদিকে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড