• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৮

রেমিট্যান্স
ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বেড়েছে (ছবি:সংগৃহীত)

বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। ফলে দেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

মধ্যপ্রাচ্যের সাত দেশ থেকে বছরের প্রথম মাস জানুয়ারিতে মোট ৯২ কোটি ৬১ লাখ ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। এটি চলতি অর্থবছরে একক মাস হিসাবে সর্বোচ্চ ছিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং চ্যানেলে চলতি ২০১৮-১৯ অর্থবছরে প্রথম সাত মাসে দেশে মোট ৯০৮ কোটি ৬১ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই এসেছে ৫৩৩ কোটি ৭৭ লাখ ডলার।

সৌদি আরব থেকে এর মধ্যে জানুয়ারিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। প্রবাসীরা দেশটি থেকে মোট ২৯ কোটি ৪৯ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। যেটি ছিল মোট আহরিত রেমিট্যান্সের সাড়ে ১৮ শতাংশেরও বেশি।

পরিসংখ্যান অনুযায়ী দেশে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষ ১০ এর বাকি দেশগুলো হচ্ছে- আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, কাতার, ইতালি ও বাহরাইন। ফলে দেখা যাচ্ছে, প্রবাসী আয় পাঠানোর শীর্ষে থাকা ১০ দেশের মধ্যে ৬টিই মধ্যপ্রাচ্যের।

জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থানে রয়েছে। দেশটি থেকে মোট রেমিট্যান্স এসেছে ২৫ কোটি ৩৫ লাখ ডলার। যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ১৭ কোটি ৬৫ লাখ ডলার। ১৪ কোটি ৮৭ লাখ ডলার এসেছে চতুর্থ স্থানে থাকা কুয়েত থেকে।

অন্যদিকে যুক্তরাজ্য থেকে ১২ কোটি ২৮ লাখ ডলার, মালয়েশিয়া থেকে ১০ কোটি ৬৭ লাখ ডলার, কাতার থেকে ৯ কোটি ৬১ লাখ ডলার, ওমান থেকে ৮ কোটি ৯৮ লাখ ডলার, ইতালি থেকে ৮ কোটি ২৪ লাখ ডলার এবং বাহরাইন থেকে এসেছে ৪ কোটি ২৪ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ২০১৮ সালে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে মোট এক হাজার ৫৫৭ কোটি ডলার পাঠিয়েছেন। গত অর্থবছরের তুলনায় যা ছিল ২০৪ কোটি ডলার বা প্রায় ১৫ শতাংশ বেশি। ২০১৭ সালে এসেছিল এক হাজার ৩৫৩ কোটি ডলার। আর ২০১৬ সালে এক হাজার ৩৬১ কোটি ডলার, ২০১৫ সালে এক হাজার ৫৩১ কোটি ডলার এবং ২০১৪ সালে রেমিটেন্সের পরিমাণ ছিল এক হাজার ৪৯২ কোটি ডলার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড