• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০০

এক্সপো
ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (ছবি:সংগৃহীত)

ষষ্ঠবারের মতো আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৯’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এক্সপোটি অনুষ্ঠিত হবে।

প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রবিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তারাও অগ্নি নিরাপত্তা ও সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করতে এগিয়ে এসেছে। আর এ খাতের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ সংগঠন হচ্ছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। আমরা ষষ্ঠবারের মতো ইসাবের পক্ষ থেকে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৯ এর আয়োজন করেছি; যা আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তারা আরও বলেন, এবারের এক্সপোতে মোট ২৬টি দেশের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির খ্যাতমান ব্র্যান্ড প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শিত হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তাইওয়ান, তুরস্ক, চীন, ভারতের স্টলসহ মোট ৭০টি স্টল থাকবে। সকলের জন্য এক্সপোটি উন্মুক্ত থাকবে যেখানে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসাবের সভাপতি মো. মোতাহার হোসেন খান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, ইসাবের পরিচালক মাহমুদ ই খুদা প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড