• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঁচ প্রতিষ্ঠানের পানি উৎপাদন বন্ধ করল বিএসটিআই

  অধিকার ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৫

বিএসটিআই
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) লাইসেন্স ছাড়া খাবার পানি উৎপাদন ও বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ করেছে।

বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তারা রাজধানীর সায়েদাবাদ, ডেমরা রোড,উত্তর যাত্রাবাড়ি, মীর হাজিরবাগ ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়।

যেসব প্রতিষ্ঠানের পানি উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে সেগুলো হলো- যাত্রাবাড়ির এস টি ড্রিংকিং ওয়াটার, উত্তর যাত্রাবাড়ির এনার্জি ড্রিংকিং ওয়াটার, সায়েদাবাদের বিক্রমপুর ড্রিংকিং ওয়াটার, শ্যামপুরের মা এন্টারপ্রাইজ এবং সতেজ ড্রিংকিং ওয়াটার।

এসব প্রতিষ্ঠান থেকে অস্বাস্থ্যকর ও নোংরা ৪০০টি জার ধ্বংসসহ পানির উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

বিএসটিআই পরিচালিত অভিযানে যাত্রাবাড়ি প্রতিষ্ঠান সুপার মর্নিং ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে উত্তর যাত্রাবাড়ি, সায়েদাবাদ, , শ্যামপুর,ডেমরা রোড ও মীর হাজিরবাগ এলাকার হোটেল,রেস্তোরাঁ ও রাস্তায় অভিযান পরিচালনা করে ৮০০টি পানির জার ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড