• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এনবিআরের কাছে ১০-১২টি কোম্পানির অর্থপাচারের তথ্য রয়েছে

  অধিকার ডেস্ক    ৩১ জানুয়ারি ২০১৯, ১৬:৫১

এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (ছবি: সংগৃহীত)

এনবিআরের কাছে দেশে ১০ থেকে ১২টি কোম্পানির অর্থপাচারের তথ্য রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বুধবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ক্রিসেন্ট গ্রুপের তিন প্রতিষ্ঠান ক্রিসেন্ট লেদার ৪২২ কোটি ৪৬ লাখ, ক্রিসেন্ট ট্যানারিজ ১৫ কোটি ৮৪ লাখ ও রিমেক্স ফুটওয়্যার ৪৮১ কোটি ২৬ লাখ টাকা বিদেশে পাচার করেছে। এর বাইরে এনবিআরের কাছে আরও ১০ থেকে ১২টি কোম্পানির টাকা পাচারের তথ্য রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

এনবিআর প্রধান দেশে বিনিয়োগের পরিবেশ ও রপ্তানির সুযোগ থাকার পরও কেন টাকা বিদেশে পাচার হচ্ছে এমন প্রশ্নে বলেন, ‘যারা টাকা পাচার করেন, তারা ভোগ করতে পারেন না। আমরা আগে শুনতাম সুইস ব্যাংকে টাকা রাখার ঘটনা। কিন্তু তারাও টাকা ফেরত দেয় না। অথচ অনেকে দেশের ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাচ্ছে।’

মোশাররফ হোসেন ভূঁইয়া আরও বলেন, খুব তাড়াতাড়ি মাদক চোরাকারবারির সঙ্গে জড়িতদের সম্পদের হিসাব নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড