• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএবির অ্যাক্রেডিটেশন সনদ পাচ্ছে ১৫ প্রতিষ্ঠান

  অধিকার ডেস্ক    ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:৩৭

বিএবি
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সনদ পেতে যাচ্ছে দেশীয় ও বহুজাতিক ১৫টি টেস্টিং ল্যাবরেটরি ও ইন্সপেকশন প্রতিষ্ঠান। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোকে এ সনদ দেবেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড আয়োজিত এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম।

বিএবি সনদের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মেডিকেল ল্যাবরেটরি ক্যাটাগরিতে ল্যাবএইড হসপিটাল এবং ইউনাইটেড হসপিটাল। সরকারি ল্যাবরেটরি ক্যাটাগরিতে- আণবিক শক্তি কমিশন ল্যাবরেটরি, বিএসটিআইর ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি, ওষুধ প্রশাসন অধিদপ্তর ল্যাবরেটরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ল্যাবরেটরি (পদ্মা সেতুর মান নিয়ন্ত্রণকারী ল্যাব)।

আর বহুজাতিক ল্যাবরেটরির ক্যাটাগরিতে- ভিত্তিক টেমাকোস ফ্যাশন ওয়্যার ল্যাবরেটরি এবং এসজিএস বাংলাদেশ লিমিটেড তুরস্ক। বেসরকারি শিল্পল্যাব ক্যাটাগরির প্রাণ গ্রুপ ল্যাবরেটরি এবং ওয়ালটন বিডি লিমিটেড।

পাশাপাশি দেশীয় আরও কয়েকটি ল্যাবরেটরি ও ইন্সপেকশন প্রতিষ্ঠান অ্যাক্রেডিটেশন সনদ পাচ্ছে।

সাধারণত প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য ও সেবা আমদানি কিংবা রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কারিগরি ও অশুল্ক প্রতিবন্ধকতা আরোপ করা হয়ে থাকে। তাই অ্যাক্রেডিটেশন হলো প্রতিবন্ধকতা দূরীকরণে বিশ্বব্যাপী একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য ব্যবস্থা। যে কোনো পণ্য অ্যাক্রেডিটেড ল্যাবরেটরির সনদপ্রাপ্ত হলে তা বিশ্বব্যাপী অনায়াসে গ্রহণযোগ্য হয়। সে পণ্য যে কোনো দেশে বিনা বাধায় বাজারজাত করা সম্ভব হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড