• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রামীণফোনের ১৫৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

  অধিকার ডেস্ক    ২৮ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

গ্রামীণফোন
গ্রামীণফোনের লভ্যাংশ ঘোষণা (ছবি: সংগৃহীত)

এবার গ্রামীণফোন তার শেয়ারহোল্ডারদের জন্য ১৫৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি নিট মুনাফার ১০৮ শতাংশ লভ্যাংশ দিচ্ছে বলে গ্রামীণফোনের পর্ষদ এক বৈঠকে রবিবার (২৭ জানুয়ারি) চূড়ান্ত লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

শেয়ারবাজারে তালিকাভূক্ত একমাত্র মোবাইল ফোন অপারেটরটির শেয়ারহোল্ডাররা এ নিয়ে ২০১৮ সালে সর্বমোট ২৮০ নগদ লভ্যাংশ পাবেন।

কোম্পানিটি এর আগে জুন পর্যন্ত ছয় মাসের জন্য ১২৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল । কোম্পানিটি ২০১৮ সালে শেয়ার প্রতি আয় (ইপিআস) অর্থ্যাৎ মুনাফা করেছে ২৬ টাকা ৪ পয়সা। ২০১৭ সালে এর পরিমাণ ছিল ২০ টাকা ৩১ পয়সা।

২০১৮ সাল শেষে মোবাইল ফোন অপারেটরটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ৭৪ পয়সা। যা ২০১৭ সালে ছিল ৪২ টাকা ৭৮ পয়সা।

গ্রামীণফোন তার লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক হিসাব অনুমোদন করতে ২৩ এপ্রিল বার্ষিক সাধারণ সভা ডেকেছে। এ জন্য ১৭ ফেব্রুয়ারি রেকর্ড ডেট ধরা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড