• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলতি বছর ব্যারেলপ্রতি তেলের দাম থাকবে গড়ে ৭০ ডলার

  অধিকার ডেস্ক    ১৭ জানুয়ারি ২০১৯, ১১:১৩

তেল
জ্বালানি তেল

সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বেশি হওয়ার কারণে ব্যারেল প্রতি দাম ৫০ ডলারের নিচে নেমে আসে। কিন্তু ইতিমধ্যে শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও ওপেকবহির্ভূত দেশগুলো তেলের উৎপাদন কমাতে উদ্যোগ নিয়েছে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী সুহেইল আল-মাজরুই তাই মনে করেন, চলতি ২০১৯ সালে এ দাম বেড়ে ব্যারেল প্রতি ৭০ ডলারের মধ্যে থাকবে। খবর রয়টার্স।

আন্তর্জাতিক বাজারে গত দু’মাসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৪০ শতাংশ। বিভিন্ন পেট্রোপণ্যের দামও কমেছে ক্রমাগত।

এজন্য গত ডিসেম্বরে ওপেক ও রাশিয়ার নেতৃত্বে ওপেকের বাইরের প্রধান উৎপাদনকারী দেশগুলো ‘ভারসাম্য’ আনতে প্রতিদিন গড়ে ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাতে সম্মত হয়েছে। আর সৌদি আরব চলতি জানুয়ারি থেকেই অপরিশোধিত তেলের রপ্তানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী বলেন, আমরা মনে করছি এসব উদ্যোগের ফলে জ্বালানি তেলে ভারসাম্য ফিরে আসবে। তেলের দাম চলতি বছর গড়ে ৭০ ডলারে থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড