• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ব্যাংক খাতে সমস্যা হলে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে’

  নিজস্ব প্রতিবেদক

০২ জুন ২০১৮, ১৬:৫৭

ব্যাংক খাতের সিদ্ধান্ত আরও সতকর্তার সঙ্গে নিতে হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যাংক খাতে যদি কোন কারণে সমস্যা হয় তাহলে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। আজ শনিবার (২ জুন) দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মৌলিক অধিকারের মধ্যে আবাসন খাত খুবই গুরুত্বপূর্ণ। যা সংবিধানে উল্লেখ রয়েছে। বাংলাদেশ আগে কোথায় ছিল? এখন কোথায় আছে? সবক্ষেত্রে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আবাসন খাতে কেন পিছিয়ে থাকবো?’

রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও সেন্টার ফর কমিউনিকেশান নেটওয়ার্কের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ। সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন।

আবাসন খাতে সঠিক গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ টেনে তোফায়েল আহমেদ বলেন, ‘আবাসন খাতকে টিকিয়ে রাখতে হবে। এ খাতকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে কোনো মতেই রেজিস্ট্রেশন ফি ১৫ শতাংশ হতে পারে না। আবাসিক খাতের উন্নয়নের জন্য সরকারের মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে।’

মূল প্রবন্ধে আবাসন খাতের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেন তাসমিয়াহ নুহিয়া আহমেদ। তিনি বলেন, আবাসন খাতে ব্যাংক ঋণের সুদের হার বেশি, জমির উচ্চ মূল্য, নির্মাণ সামগ্রীর ব্যয় বৃদ্ধি, সরকারের রি-ফাইন্যান্সিং ফান্ড চালুর অভাব, নিবন্ধনে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, উচ্চমূল্যে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন উল্লেখযোগ্য সমস্যা।

টিভি উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দীন), সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড