• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অব্যাহতি পেল এমএনপি সেবার সিম ট্যাক্স

  অধিকার ডেস্ক    ১৫ জানুয়ারি ২০১৯, ০৮:৪২

এমএনপি
এমএনপি সেবা

এমএনপি সেবা বা মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর বদলের সুযোগে সরকার সিম ট্যাক্স তুলে নিয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

পূর্বে এই সেবাটি নিতে এমএনপি চার্জের বাইরেও গ্রাহককে ১০০ টাকা সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স দিতে হচ্ছিল।

এমএনপির এই সিম ট্যাক্স কামানোর বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত অক্টোবরে উদ্যোগ নিয়েছিল । অর্থ মন্ত্রণালয় হতে এনবিআরের কাছে সেই বছরের ১০ অক্টোবর এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়। অবশেষে সোমবার সেটি গেজেট আকারে প্রকাশ হলো।

এই এমএনপি সেবা নিতে গ্রাহককে চার্জ দিতে হয় ৫০ টাকা আর এর সঙ্গে ভ্যাট আছে সাড়ে ৭টাকা। তাহলে এই সেবার জন্য গ্রাহকের সাড়ে ৫৭ টাকা খরচ হওয়ার কথা ছিল।

কিন্তু এমএনপিতে যেহেতু সিম বদলানোর কারণে মোবাইল অপারেটর এনবিআরকে সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স ১০০ টাকা দিতে হয়। এতদিন অপারেটরগুলো গ্রাহকের কাছ হতেই এই টাকা নিয়ে আসছিল ।

এখানে গ্রামীণফোনের চার্জ ১৫৫ টাকা, রবির ১৪৯ টাকা এবং বাংলালিংকের চার্জ ছিল ১০০ টাকা। তবে এখন সিম ট্যাক্স তুলে দেওয়ার পর অপারেটরগুলো এই চার্জ কত নির্ধারণ করবে সেটি এখনও জানা যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড