• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পর্যটন খাতে বইছে স্বস্তির সুবাতাস

  অধিকার ডেস্ক    ১৩ জানুয়ারি ২০১৯, ১১:৫২

পর্যটন স্পট
বাংলাদেশের পর্যটনখাত

পর্যটন মৌসুমের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশের পর্যটন স্পটগুলো প্রায় পর্যটকশূন্য ছিল। তবে ধীরে ধীরে আগের রূপ ফিরে পেতে চলেছে পর্যটন স্পটগুলো।

নির্বাচন শেষে ভ্রমণপিপাসুরা ভিড় জমাচ্ছেন কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি ও বান্দরবানের পর্যটন স্পটগুটলোতে। এ খাত সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডও জমে উঠতে শুরু করেছে।

স্থানীয় হোটেল-মোটেল মালিকরা জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে মার্চ পর্যন্ত এসব স্পটে পর্যটকদের আনাগোনা অনেক বাড়বে।

কক্সবাজার :

কক্সবাজারের সমুদ্রসৈকত দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। পর্যটকরা এখানে বছরজুড়েই ভিড় জমাতে থাকে। তবে নির্বাচনের কারণে এবার স্থানীয় হোটেল-রিসোর্টগুলো ভরা মৌসুমে ছাড় দিয়েও পর্যটক পায়নি।

নির্বাচনের পর পর্যটকদের আনাগোনা বেড়েছে। প্রতিদিনই সুগন্ধা, কলাতলী, ইনানী বিচ, হিমছড়ি ঝর্ণা, মেরিন ড্রাইভে নতুন নতুন পর্যটকরা আসছেন। ফলে স্থানীয় পর্যটন শিল্পে চাঙ্গাভাব বিরাজ করছে। হোটেল-রিসোর্ট মালিকদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনের সময় ৫০-৬০ শতাংশ ছাড় দিয়েও পর্যটক পাওয়া যায়নি। তবে তারা আশা করছেন, আগামী মার্চ পর্যন্ত পর্যটকদের আনাগোনা থাকবে।

কুয়াকাটা :

নির্বাচনের প্রভাব সাগরকন্যা খ্যাত কুয়াকাটার পর্যটন খাতেও পড়েছে। তবে এখন ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করেছেন। প্রতিনিয়ত সমুদ্রসৈকতে মানুষের ভিড় বাড়ছে। সমুদ্রসৈকত, কুয়াকাটার কুয়া, ক্র্যাব আইল্যান্ড, গঙ্গামতির জঙ্গল, শুঁটকি পল্লী, ফাতরার বন, সীমা বৌদ্ধ মন্দির, কেরানিপাড়া, মিশ্রিপাড়া বৌদ্ধমন্দির ঘুরতে দেশের দূর-দূরান্ত থেকে প্রতিনিয়ত মানুষজন আসছে। ফলে হোটেল-মোটেলের আগাম বুকিংও বেড়েছে।

রাঙ্গামাটি :

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে রাঙ্গামাটিতে পর্যটন মৌসুমে খরা ছিল। তবে পর্যটকরা নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন এলাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে আসা শুরু করেন। বিশেষ করে শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে রাঙ্গামাটির পর্যটন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা স্পট, আরণ্যক, পেদাটিংটিং, ডিসি বাংলো পার্ক, জেলা পুলিশের পলওয়েল ও লাভপয়েন্ট স্পট, বেড়ান্যে লেক, বড়গাং, টুকটুক ইকোভিলেজ, মুন্সী সুখী নীলগঞ্জ, আবদুর রউফ স্মৃতিসৌধ, রাজবন বিহার, চাকমা রাজার বাড়িসহ দৃষ্টিনন্দন স্পটগুলোতে পর্যটকদের উপস্থিতি লক্ষ করা গেছে। এ দিকে সাজেকেও পর্যটকদের আনাগোনা বেড়েছে।

বান্দরবান:

পর্যটক নগরী বান্দরবানে অন্যবারের চেয়ে এবার পর্যটকদের আনাগোনা কিছুটা কম ছিল। তবে নির্বাচনের পর জেলা শহরে নীলাচল, প্রান্তিক লেক, মেঘলা, স্বর্ণমন্দিরসহ পর্যটন স্পটে লোকসমাগম লক্ষ করা গেছে।

প্রতিবছর এসব স্থানে হাজারও দেশি-বিদেশি পর্যটক বেড়াতে আসে। এসব স্থানে এবার গতবারের তুলনায় পর্যটকদের ভিড় কম। বেশিরভাগ মানুষ থানচিতে নাফাখুম, বড় পাথর, রুমায় বগা লেক, কেওক্রাডাং, রিজুক ঝর্ণা, আলিকদমে আলীর সুড়ঙ্গ, রূপমুহুরি ঝর্ণা, দামতুয়া ঝর্ণা, লামায় মিরিঞ্জা, নাইক্ষ্যংছড়িতে উপবনসহ অন্য পর্যটন স্পটগুলো ঘুরে ঘুরে দেখছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড