• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পোশাক শিল্পের জন্য ইউরোপ-আমেরিকার জোট থাকছে না

  অধিকার ডেস্ক

৩১ মে ২০১৮, ১৫:৪৯

দেশের পোশাক শিল্প কারখানায় বিভিন্ন দেশের জোট সম্পর্কে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারির পর থেকে দেশের পোশাক কারখানায় ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড-অ্যালায়েন্স থাকবে না।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই সহ ৮টি সংগঠনের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী।

ব্যবসায়ীদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব, ব্যবসায়ীবান্ধব। ব্যবসায়ীরা ভালো আছেন, শ্রমিকরাও ভালো আছেন।

অ্যাকর্ড, অ্যালায়েন্স পৃথিরীর কোনো দেশে নেই উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‌‘বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল দেশ। ৩১ মে তাদের (অ্যাকর্ড, অ্যালায়েন্স) মেয়াদ শেষ হচ্ছে চুক্তি অুনযায়ী। গুছিয়ে বা গুটিয়ে নিতে তারা আরো ছয় মাস সময় পাচ্ছে। ৩১ জানুয়ারির পর তারা আর বাংলাদেশে থাকবে না, প্রয়োজনও নেই। ভিয়েতনাম, ভারত, পাকিস্তান এসব দেশে অ্যাকর্ড, অ্যালায়েন্স নেই। অথচ বাংলাদেশে এদের কার্যক্রম রয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড