• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুদকের জিজ্ঞাসাবাদে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চু

  অধিকার ডেস্ক    ৩০ মে ২০১৮, ১৩:৪০

বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৩০ মে) সকাল ১০টা থেকে দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ৭ মে দুদকে জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার কথা ছিল বাচ্চুর। তবে অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ মে সময় পেয়েছিলেন তিনি।

দুদক সূত্র জানায়, এর আগে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার ষষ্ঠ দফায় জিজ্ঞাসাবাদ করছে দুদক। বেসিক ব্যাংকের বিভিন্ন ঋণের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাংকের টাকাগুলো কীভাবে লেয়ারিং হয়েছে, তা জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাচ্চুর বিরুদ্ধে অভিযোগ, ঋণ গ্রহীতাদের কাছ থেকে বাচ্চু ও তার পরিবারের সদস্যরা মোটা অঙ্কের কমিশন নিয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালে রাজধানীর তিন থানায় ৬১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। তবে এসব মামলার কোনোটিতেই বাচ্চুকে আসামি করা হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড