• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলতি অর্থবছর সেবা খাতে আয় ১৯৪ কোটি ৮২ লাখ ডলার

  অধিকার ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:১১

সেবা খাত
সেবা খাতে বেড়েছে রফতানি আয় (ছবি: প্রতীকী)

বিভিন্ন ধরনের সেবা রফতানি থেকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশ প্রায় ১৯৪ কোটি ৮২ লাখ ডলার আয় করেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় প্রায় ৫৬.৪৬ শতাংশ বেশি।

সোমবার (১৭ ডিসেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত অর্থবছরের (২০১৭-১৮) প্রথম চার মাসে আয় হয়েছিল ১২৪ কোটি ৫১ লাখ ডলার। আর চলতি (২০১৮-১৯) অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন ধরনের সেবা রফতানি খাতে লক্ষ্যমাত্রা ছিল ১৬৬ কোটি ৬৭ লাখ ডলার। সেখানে দেখা গেছে, প্রথম চার মাসে লক্ষ্যমাত্রার চেয়ে সেবা খাতে ১৬.৯০ শতাংশ বেশি আয় হয়েছে।

ইপিবির তথ্য থেকে জানা গেছে, চার মাসের রফতানি আয়ের মধ্যে সরাসরি সেবা খাত থেকে ১৯১ কোটি ৩৯ লাখ ডলার এসেছে। আর বাকি অর্থ দেশের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজগুলোর কেনা পণ্য ও সেবা এবং মার্চেন্টিংয়ের অধীনে পণ্য বিক্রির আয় থেকে এসেছে।

শুধু বিভিন্ন ধরনের পণ্য রফতানি থেকে এই চার মাসে আয় হয়েছে ১ হাজার ৭০৭ কোটি ৩৭ লাখ ডলার। আর সেবা রফতানি খাতের আয় যোগ করে দেশের মোট রফতানি আয় হয়েছে ১ হাজার ৯০২ কোটি ২০ লাখ ডলার।

এদিকে ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন পণ্য রফতানি করে দেশের আয় হয়েছে ৩ হাজার ৬৬৬ কোটি ৮১ লাখ ৭ হাজার ডলার। আর শুধু সেবা খাত থেকে রফতানি হয়েছে ৪২৬ কোটি ডলার।

ফলে গত অর্থবছরের পণ্য ও সেবা খাত মিলে থেকে মোট রফতানি আয় হয়েছে ৪ হাজার ১৭৮ কোটি ৭ লাখ হাজার ডলার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড