• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামীকাল থেকে শুরু হচ্ছে লেদারটেক মেলা

  অধিকার ডেস্ক    ২১ নভেম্বর ২০১৮, ১৮:০১

লেদারটেক
আইসিসিবিতে শুরু হচ্ছে লেদারটেক মেলা (ছবি:ইন্টারনেট)

‘লেদারটেক বাংলাদেশ ২০১৮’ শিরোনামে ষষ্ঠবারের মতো চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো আগামীকাল বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে।

চামড়া ও চামড়াজাত শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরতে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ মেলায় বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাক্সেসরিজ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্বের ২০টি দেশের ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান ফিনিশড লেদার, ট্যানিং লেদারের জন্য মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্যসহ এর সংশ্লিষ্ট প্রযুক্তি বিশ্বব্যাপী সবার সামনে উপস্থাপন করবে। এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড