• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন কার্যালয় নির্মাণে গুগলের ১১০ মিলিয়ন ডলার বিনিয়োগ

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ১০:৩৭

গুগল
গুগলের নতুন কার্যালয় নির্মাণে বিনিয়োগ

গুগল তাদের নতুন কার্যালয় যুক্তরাষ্ট্রের সান জোসে এলাকায় করার পরিকল্পনা করছে। প্রায় ২১ একর জায়গা জুড়ে এই নতুন কার্যালয় হবে বলে জানিয়েছে গুগল। আর এর জন্য তারা ১১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

গুগল জানিয়েছে, বর্তমান কার্যালয় থেকে নতুন এই কার্যালয়ের দূরত্ব প্রায় ১৫ মাইল। তারা এই জায়গার জন্য সকল ধরনের খরচ বহন করবে।

এ দিকে, সান জোসের মেয়র লিকার্ডো জানিয়েছেন, আমাদের কাছে গুগল অতিরিক্ত কোনো সুবিধা চায়নি। আগামী ৪ ডিসেম্বর সান জোসে কর্তৃপক্ষ এই বিক্রয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

জানা গেছে, এর আগে গুগল ঘোষণা দেয় নতুন কার্যালয়ে ১৫ হাজার থেকে ২০ হাজার কর্মী তারা নিয়োগ দেবে। আর এই নতুন কার্যালয়ে তাদের অফিস, বিক্রয় কেন্দ্র ছাড়াও যাবতীয় নাগরিক সুবিধা প্রদান করা হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম হল সান জোসে। গুগলের এই ঘোষণার ফলে শহরটিতে নানা নাগরিক সমস্যা বাড়বে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

সূত্র : সিএনবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড