• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলোর মুখ দেখতে যাচ্ছে ব্রেক্সিট

  অধিকার ডেস্ক    ১৪ নভেম্বর ২০১৮, ১২:৩০

ব্রেক্সিট
ব্রেক্সিট চুক্তি

নানা তর্ক-বিতর্ক শেষে এবার ব্রেক্সিট চুক্তির খসড়া তৈরিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। বিবিসির এক খবরে এ তথ্য জানা গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, এই খসড়া তৈরি নিয়ে দুই পক্ষের মধ্যে সপ্তাহব্যাপী চলা আলোচনা শেষে অবশেষে দুই পক্ষের কর্মকর্তারা একমত প্রকাশ করেছেন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২ টায় মন্ত্রীসভার সমর্থন চাইতে বৈঠকের আহ্বান করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। এর আগে এই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটে মন্ত্রীসভার প্রত্যেক সদস্যের সঙ্গে বৈঠকে বসেন।

এ দিকে এই খবর পাওয়ার সাথে সাথে ডলার ও ইউরোর বিপরীতে ইতিমধ্যে পাউন্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে পাউন্ডের এই মূল্যবৃদ্ধি ক্ষণস্থায়ী হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

অন্যদিকে ইইউ এর পক্ষ থেকে বলা হচ্ছে তারা সব ঘটনাবলীর দিকে তীক্ষ্ণ নজর রাখবে।

ব্রিটিশ মন্ত্রী বোরিস জনসন এই খসড়া চুক্তির কড়া সমালোচনা করেন। তাই এই চুক্তি বিরোধীদের খসড়া চুক্তি প্রত্যাখ্যানে আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড