• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আয়কর মেলার প্রথম দিনেই কর আদায় হয়েছে ২১৮ কোটি টাকা

  অধিকার ডেস্ক    ১৪ নভেম্বর ২০১৮, ০৯:১১

আয়কর মেলা
উৎসবমুখ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় আয়কর মেলা (ছবি : ইন্টারনেট)

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানী ঢাকাসহ সারাদেশে সপ্তাহব্যাপী শুরু হওয়া আয়কর মেলার প্রথম দিনে কর আদায় হয়েছে ২১৮ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৪৮ টাকা ।

দেশের ৮টি বিভাগ, ৪টি জেলা এবং ৭টি উপজেলাসহ মোট ১৯টি স্থানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলে।

রাজধানীর অফিসার্স ক্লাবে মেলা শুরুর প্রথম দিনই মেলা প্রাঙ্গণ ছিল করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখরিত। মেলায় নারী ও তরুণ করদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

মেলায় এনবিআর করদাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে কর সচেতনতা তৈরির লক্ষ্যে কর শিক্ষণ ফোরামের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কর শিক্ষণ ফোরামের আওতায় মেলা পরিদর্শন ও কর বিষয়ে ধারণা দেওয়া হয়।

পরে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে সনদপত্র ও বই তুলে দেন এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ।

উল্লেখ্য, ২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর থেকে প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে। আর এখন দেশব্যাপী মেলার আয়োজন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড