• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক কোটি মানুষ কর দেয় : অর্থমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০১৮, ১৭:০৯
অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

দেশে করযোগ্য আরও তিন কোটি মানুষ আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘এরা সবাই কর দিলে কর দাতার সংখ্যা হতো চার কোটি। কিন্ত বর্তমানে এক কোটি মানুষ কর দেয়। সবাই কর দিলে দেশ থেকে দারিদ্র্য নির্মূল করা সহজ হতো।’

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে এনবিআর আয়োজিত আয়কর মেলা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা জানান।

একটা সময় ছিল যখন কর দিতে আমাদের খুব অনীহা ছিল উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সবাই মনে করত আজ কর দিলাম, সারাজীবন একটি ফাঁদে পড়ে গেলাম। তবে এখন আর সে অবস্থা নেই। এখন অসংখ্য যুবক এসে লাইন ধরে কর দেয়। এটা আমাদের জাতির জন্য উল্লেখযোগ্য ঘটনা বলতে হবে।’

আগে আমরা ৭ লাখ করদাতার কাছে কর আদায় করতাম জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তখন ১৫ লাখের বেশি করদাতা ছিল না। এখন করদাতার সংখ্যা ৩০ লাখের চেয়ে বেশি হয়ে গেছে এবং বিভিন্নভাবে এখন এক কোটি মানুষ কর দেয়। অনেক ধরনের কর আছে, সেগুলোকে ধরলে এক কোটি মানুষ আজকে কর দেয়। ১৬ কোটি মানুষের মধ্যে এক কোটি করদাতা।’

করদাতার সংখ্যা নিয়ে অসন্তোষ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়ন যেভাবে ধাবিত হচ্ছে এক কোটি করদাতা নিয়ে আমরা এখন সন্তুষ্ট নই। আমরা চাই এই এক কোটির সঙ্গে আরও কয়েক কোটি এখানে যুক্ত হওয়া উচিত। অন্তত চার কোটি মানুষের কর দেওয়া উচিত।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মেলার সমন্বয়ক জিয়া উদ্দিন মাহমুদসহ এনবিআরের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড