• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোজা উপলক্ষে চাল ২৫ টাকা, চিনি ৪০ টাকা

  নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০১৮, ১৩:৫১
ছবি : বাজারে চাল বিক্রি

পবিত্র রমজান উপলক্ষে প্রতি কেজি চাল ২৫ টাকা ও প্রতি কেজি চিনি ৪০ টাকা দরে করছে চট্টগ্রামের শতবর্ষী বাণিজ্যিক সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে চেম্বার। ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভর্তুকি মূল্যে চাল-চিনি বিক্রি হবে।

বৃহস্পতিবার (১৭ মে) সকালে নগরের চেম্বার হাউসের সামনে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

এসময় তিনি বলেন, ‘চেম্বার দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করে। এর ফলে সক্ষম অনেক প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার উৎসাহ পায়।’

চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রতি বছরের মতো এবারও ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষ সহনীয় মূল্যে ভোগ্যপণ্য কিনতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন- চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. জহুরুল আলম, অঞ্জন শেখর দাশ, মো. আবদুল মান্নান সোহেল, তরফদার মো. রুহুল আমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড