অর্থ-বাণিজ্য ডেস্ক
প্রসিদ্ধ ই-কমার্স মার্কেট প্লেস যাচাই ডট কমের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স পার্টনার্স মিটআপ। আজ সোমবার (২৯ মে) প্রসিদ্ধ দেশীয় ই-কমার্স মার্কেট প্লেস যাচাই ডট কমের সহযোগিতা এবং একশপের উদ্যোগে আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই অনুষ্ঠানে যাচাই ডট কমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, এটুআই - এসপায়ার টু ইনোভেটের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং এটুআইয়ের কমার্শিয়াল স্ট্র্যাটেজি বিভাগের প্রধান রেজওয়ানুল হক জামি উপস্থিত থাকবেন।
এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একশপ ও যাচাই ডট কমের ই-কমার্স প্ল্যাটফর্মে সদ্য যুক্ত হওয়া বিভিন্ন সেক্টরের, অত্যন্ত জনপ্রিয় এবং স্থানীয় ৪০টিরও অধিক ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এক পরিচিতি সভার মাধ্যমে তাদের স্বাগতম জানানো হবে।
প্রসঙ্গত, গুরুত্বপূর্ণ এই অন্তর্ভুক্তির ফলে দেশীয় ই-কমার্স ক্রেতারা আরও অনেক নতুন পণ্যের সমাহারে সমৃদ্ধ যাচাই ডট কম ও একশপ প্ল্যাটফর্মে আরও স্বস্তিদায়ক, বর্ণাঢ্য অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা অর্জন করবেন বলেই আশাবাদী যাচাই ডট কম এবং এটুআই একশপ কর্তৃপক্ষ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড