নিজস্ব প্রতিবেদক
মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (২৩ মে) প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৪০ পয়সা বাড়িয়ে ৮৮ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে গত সোমবার ডলারে দাম ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এরপর তা আরও ১০ পয়সা বৃদ্ধি করা হয়।
সূত্র জানায়, বাজারের ডলারের তীব্র সংকট থাকার কারণে অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করতে এবং রফতানি আয় এবং রেমিট্যান্সে মুদ্রা বিনিময় হারের সুবিধা দিতে ডলারের দাম বাড়ানো হয়। এ নিয়ে চলতি বছরের চার মাসে কয়েক দফায় ডলারের দাম বাড়ানো হয়।
আরও পড়ুন : কারাগারে একদিন কাটিয়ে হাসপাতালে হাজী সেলিম
চলমান বৈদেশিক ঋণের কিস্তির পাশাপাশি করোনার সময়ে স্থগিত কিস্তিসহ সব মিলে বাজারে ডলারের চাহিদা বেশি রয়েছে। এদিকে আমদানির তুলনায় রফতানি না বাড়ায় এবং রেমিট্যান্স কমায় বাজারে ডলারের জোগানও কমেছে। এসব কারণে ডলারের দাম বাড়ছে।
ওডি/আজীম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড