• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যাংকারদের বিদেশ যাওয়া বন্ধ করল বাংলাদেশ ব্যাংক

  নিজস্ব প্রতিবেদক

২২ মে ২০২২, ২১:৪৯
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক (ফাইল ফটো)

ব্যাংকারদের সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলার–সংকট কাটানোর জন্য ডলার খরচ করে বিদেশে গিয়ে কিংবা দেশে বসে এ ধরনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

রবিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংক এ–বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এ খাতে কোনো ডলার ছাড় না করতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের জারি করা ওই প্রজ্ঞাপনে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা খাতে বৈদেশিক মুদ্রা ছাড় না করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়। এ নিষেধাজ্ঞা ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

আরও পড়ুন: আফগান জনগণের জন্য সহায়তা পাঠাবে বাংলাদেশ

এর আগে গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক তাদের নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করে।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড