নিজস্ব প্রতিবেদক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামীকাল (১৬ মে) থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে। ১৫ দিনব্যাপী এ কার্যক্রম চালাবে টিসিবি।
ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিয়ে দেশে চলমান তোলপাড়ের মধ্যে সোমবার প্রথম দিন থেকেই ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করা হবে। এ দিন থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ ও ছোলার কেজি বিক্রি হবে ৫০ টাকায়।
নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য দেশের নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী এবং ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।
১৬ থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিনব্যাপী দেশের বড় বড় নগরীর পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে ৩০০টি খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
আরও পড়ুন: আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
জানা যায়, ট্রাকসেল থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল ও চাহিদা অনুযায়ী ছোলা নিতে পারবেন।
ওডি/আজীম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড