নিজস্ব প্রতিবেদক
এ মাসের ১৬ মে থেকে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার (১১ মে) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, তারিখ নির্ধারিত হলেও কী পরিমাণ পণ্য বরাদ্দ থাকবে এবং সেগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি। দুই একদিনের মধ্যে বৈঠক করে তা নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: ডায়রিয়ায় আক্রান্ত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল
ওই বৈঠকে সয়াবিনের দাম কত হবে সে বিষয়টি জোরালোভাবে প্রাধান্য পাবে। কারণ টিসিবি বিক্রয় কার্যক্রম শুরুর পর থেকে দফায় দফায় সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সেজন্য বাজারদরের সঙ্গে সয়াবিনের দাম সমন্বয় হবে কি না, নাকি আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি হবে, সে বিষয়ে সিদ্ধান্ত দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
ওডি/আজীম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড