নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২৮২৪ মার্কিন ডলার। যা টাকার হিসেবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা।
এদিকে গত বছরে (২০২০-২১) যেটা ছিল ২ হাজার ৫৯১ মার্কিন ডলার (২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা)। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যেটা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।
মঙ্গলবার (১০ মে) নগরীর এনইসি সভায় একনেক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আরও পড়ুন: ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আমাদের হিসেবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ইদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। প্রকৃত আয় বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে ছিল ২ হাজার ৫৯১ ডলার, সেটাও ঠিক আছে।
ওডি/আজীম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড