অর্থ-বাণিজ্য ডেস্ক
করোনার ধাক্কা কাটিয়ে আবারও বেড়েছে দেশের রফতানি আয়।
সোমবার (৯ মে) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জানিয়েছে, গত অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত রফতানি আয় ৩৫.১৪% বেড়ে ৪৩.৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ অর্থবছর শেষ হওয়ার দুই মাস আগে রফতানিতে লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ। এরই মধ্যে রফতানি হয়েছে ৪ হাজার ৩৩৪ কোটি মার্কিন ডলারের পণ্য।
দেশের ইতিহাসে এই পরিমাণ পণ্য রফতানি আগে কখনো হয়নি। সেই হিসাবে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত তৈরি পোশাক খাতে রফতানি আয় গত অর্থবছরের তুলনায় ৩৬% বেড়ে ৩৫.৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিল মাসে ৫১.১৮% রফতানি আয় বেড়েছে। ফলে, এক মাসের সর্বোচ্চ রফতানি আয়ের হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের এপ্রিল মাসে রফতানিতে ৪.৭৪ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ, যা এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ আয়।
এর আগে, ২০২১-২২ অর্থবছরের ডিসেম্বর মাসে ৪.৯০ বিলিয়ন ডলার, জানুয়ারিতে ৪.৮৫ বিলিয়ন ডলার এবং মার্চ মাসে এসেছিল ৪৭৬ কোটি ২২ লাখ ডলার রফতানি আয় অর্জন করেছে বাংলাদেশ।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড