অর্থ-বাণিজ্য ডেস্ক
ইদের বিরতির পর প্রায় তিন সপ্তাহ পর আগামী সপ্তাহে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রি আবার শুরু হবে। তবে এবার সয়াবিন তেলের দাম কত রাখা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
টিসিবি মূখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন আগামী ১৫ বা ১৬ মের মধ্যে পণ্য বিক্রি আবার শুরু হতে পারে বলে ।
গত এপ্রিলে সর্বশেষ টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি কিনতে পেরেছেন।
টিসিবির ট্রাক সেলে যখন সয়াবিন তেলের লিটার ১১০ টাকা ছিল, তখন বাজারে এক লিটার সয়াবিনের দাম ছিল ১৬০ টাকা।
আরও পড়ুন : বাজারে বেড়েছে তেলের সরবরাহ
এর মধ্যে বাজারে সয়াবিন তেলের সঙ্কট দেখা দিলে দামও বেশ বাড়ে। ইদের পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই পরিস্থিতিতে টিসিবির ট্রাক সেলে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রস্তাব রয়েছে জানালেও সেটা কত টাকা তা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান হুমায়ূন কবির।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: inbox.[email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড