• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঊর্ধ্বমুখী সূচকে পুঁজিবাজারে লেনদেন

  নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২০, ১৩:০৫
পুঁজিবাজার
ঊর্ধ্বমুখী সূচকে পুঁজিবাজারে লেনদেন (ছবি : সংগৃহীত)

সূচকের উত্থানের মধ্য দিয়ে আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং দ্বিতীয় বৃহত্তম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

বুধবার (২ ডিসেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে চার হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১২২ ও ১৬৯৬ পয়েন্টে রয়েছে। এই সময়ের মাঝে লেনদেন হয়েছে ২১৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির। আর দাম কমেছে ৫৪টির। পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ার।

সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো বিএসসিসিএল, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ফিড, প্রগতি ইন্স্যুরেন্স, কাসেম ইন্ডাস্ট্রি, বেক্সিমকো ফার্মা, মিরাকল ইন্ডাস্ট্রি, ইউনিলিভার কনজিউমার, রূপালী ইন্স্যুরেন্স ও গ্রীণডেল্টা ইনস্যুরেন্স।

লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৭ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করে।

এ দিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

আরও পড়ুন : আবারও দাম কমল সোনার

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ের মধ্যে ৫৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৮টি কোম্পানির দর। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানি শেয়ারের দর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড