• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক যুগ পর পুঁজিবাজারে নতুন ব্যাংক

  নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২০, ১৮:২৪
পুঁজিবাজারে এনআরবিসি ব্যাংক
পুঁজিবাজারে এনআরবিসি ব্যাংক (ছবি: সংগৃহীত)

প্রায় এক যুগ পর পুঁজিবাজারে আসছে নতুন একটি ব্যাংক। এরই মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ব্যাংকটিকে অনুমোদন দিয়েছে। নতুন আর্থিক প্রতিষ্ঠানটির নাম এনআরবিসি ব্যাংক।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি এই ব্যাংকের অনুমোদন দেয়। বিএসইসি’র মুখপাত্র রেজাউল করিম অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সর্বশেষ ২০০৮ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক— ব্যাংক খাতের কোম্পানি হিসেবে পুঁজিবাজারে এসেছিল।

এনআরবিসি পুঁজিবাজারে মোট ১২ কোটি শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু হবে ১০ টাকা।

এনআরবিসি জানায়, ব্যাংকের পুঁজির গুণগত মানের আন্তর্জাতিক চর্চা ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে, উত্তোলিত টাকার ১১০ কোটিই বিনিয়োগ করা হবে সরকারি সিকিউরিটিজে। তবে সাড়ে ৬ কোটি টাকা বিনিয়োগ হবে শেয়ারবাজারে। আর আইপিও’র প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ হবে বাকি সাড়ে তিন কোটি টাকা।

আরও পড়ুন : স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর ...

বর্তমানে এনআরবিসির পরিশোধিত মূলধন ৫৮২ কোটি টাকা। নতুন করে উত্তোলিত টাকা যোগ হলে, তা ৭০২ কোটি টাকা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড