• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

  নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর ২০২০, ১৬:৪৫
পুঁজিবাজার
পুঁজিবাজার (ফাইল ফটো)

পুঁজিবাজারে লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে ১৭৪ কোটি টাকা বেশি। এর আগে গত ৬ অক্টোবর ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়।

ওইদিনের পর টানা ১১ কার্যদিবস ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা পেরোয়নি। বৃহস্পতিবার পুনরায় ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। তবে এদিন ডিএসইর আর্থিক ও শেয়ার লেনদেন বাড়লেও সব সূচক কমেছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬৩টি প্রতিষ্ঠানের ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৫৩৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৩৩টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ২৯ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ২৫ কোটি ৫১ লাখ টাকার শেযার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড