• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামের চিলমারী ও উলিপুরে লংকাবাংলার "খাদ্য সহায়তা কর্মসূচি ২০২০"

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭
কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর  উপজেলাতে লংকাবাংলার
কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর  উপজেলাতে লংকাবাংলার

লংকাবাংলা ফাউন্ডেশন কুড়িগ্রামের চিলমারী এবং উলিপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ২২শে সেপ্টেম্বর এবং ২৩শে সেপ্টেম্বর ২০২০ এ খাদ্য সহায়তা কর্মসূচি সম্পন্ন করেছে। চিলমারী উপজেলার বিভিন্ন চরের এক হাজার পরিবার এবং উলিপুর উপজেলার বিভিন্ন চরের এক হাজার পরিবারের মাঝে ২ হাজারেরও বেশি খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা প্যাকের মধ্যে চাল, ডাল, সয়াবিন তেল, চিড়া, টোস্ট বিস্কুট, গুড় ও লবণ অন্তর্ভুক্ত ছিলো।

লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর তার সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ খাতের জন্য সমর্থন বাড়িয়ে তোলে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি গ্রহণ করে। বন্যায় ক্ষতিগ্রস্থদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ২,০০০ পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

জনাব মোহাম্মদ কামরুল হাসান এফসিএ, চিফ রিস্ক অফিসার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড; জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি) ও লংকাবাংলা ফাউন্ডেশনের প্রধান; জনাব শওকত আলী বীর বিক্রম, উপজেলা চেয়ারম্যান, চিলমারী; কুড়িগ্রাম জেলার বিপিএম সুপারিন্টেন্ডেন্ট জনাব মোঃ মহিবুল ইসলাম খান এবং স্থানীয় প্রতিনিধিরা ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড