• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুবাইয়ে সর্বকালের মধ্যে সর্বোচ্চে দামে পৌঁছেছে স্বর্ণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২৭ জুলাই ২০২০, ১১:৫২
সোনা
সোনা (ছবি : সংগৃহীত)

দুবাইয়ে সর্বকালের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স বা ২৮.৩৪৯৫২ গ্রাম স্বর্ণ সেখানে বিক্রি হচ্ছে ১৯২৩ ডলারে।

২০১১ সালের ৬ই সেপ্টেম্বর স্বর্ণের দাম সর্বোচ্চে পৌঁছেছিল। তখন এর প্রতি আউন্সের দাম ছিল ১৯২১ ডলার। কিন্তু সেই রেকর্ড এখন ভঙ্গ করেছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

এতে বলা হয়, এখন এই দাম ১৯৩০ ডলারের দিকে ধাবিত হচ্ছে। ফলে বেশির ভাগ মানুষ এখন স্বর্ণ কেনায় মন দিয়েছেন।

তাদের ধারণা কয়েক সপ্তাহের মধ্যে এই দাম প্রতি আউন্স ২০০০ ডলারে উঠে যেতে পারে। এ বছর জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৫১৯.৫০ ডলার। কিন্তু সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে বা অন্য স্থানে স্বর্ণালংকারের দোকানের ধারেকাছে যাচ্ছেন না তেমন কেউ। তা সত্ত্বেও এই দাম বৃদ্ধি।

রিপোর্টে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় দুবাই গোল্ড প্রাইস নির্ধারণ করা হবে প্রতি গ্রাম ২১৬.২৫ দিরহাম ও সঙ্গে শতকরা ৫ ভাগ ভ্যাট। দুবাইভিত্তিক একজন স্বর্ণালঙ্কার বিক্রেতা বলেছেন, এখনই উত্তম সময় স্বর্ণের মূল্য অনুধাবন করা। গত ১২ মাসে প্রতি আউন্সের দাম বেড়েছে প্রায় ৫০০ ডলার। যদি আমরা এখন পাঁচ বছরের দামের সঙ্গে পার্থক্য দেখি তাহলে এখন কেউ স্বর্ণ বিক্রি করলে প্রতি আউন্সে লাভ করবেন প্রায় ৮০০ ডলার।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড