• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কমল আদার ঝাঁজ, বেড়েছে পেঁয়াজে

  নিজস্ব প্রতিবেদক

২৭ মে ২০২০, ১২:৫৪
আদা ও পেঁয়াজ
আদা ও পেঁয়াজ (ছবি : সংগৃহীত)

ইদের পর এক দিনের মাথায় আদার দাম আরও কমার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বাড়ার কারণে ইদের আগে আদার দাম বেড়ে যায়। তবে ইদের পর এখন চাহিদা কিছুটা কমায় এখন দাম কমছে।

ইদের আগে অস্বাভাবিক দাম বাড়া আদার দাম কিছুটা কমেছে। ইদের আগের দিন ২০০ থেকে ২২০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি আদার দাম কমে ১৬০ থেকে ১৮০ টাকা হয়েছে। একই দামে বিক্রি হচ্ছে আমদানি করা আদা, যা ঈদের আগের দিন ২০০ টাকা পর্যন্ত উঠেছিল।

হাজীপাড়ার ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, ইদে মাংস খাওয়ার কারণে আদা ও রসুনের চাহিদা বেড়ে যায়। এতে ১৩০ টাকা কেজি বিক্রি করা আদার দাম দেখতে দেখতে ২০০ টাকা এবং ১৪০ টাকার রসুন ২০০ টাকা ছাড়িয়ে যায়। এখন চাহিদা কমায় আবার দাম কমেছে।

এ দিকে কেজিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে বেড়েছে পেঁয়াজের দাম। চাহিদা তুলনামূলক কম থাকলেও পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ উঠেছে অনেক দিন আগেই। এখন বেশিরভাগ পেঁয়াজ কোল্ড স্টোরে (মজুত) চলে গেছে। এ কারণে দাম বাড়তি।

বিভিন্ন বাজারে মান অনুযায়ী, পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, যা ঈদের আগে ছিল ৪৫ থেকে ৫০ টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড