• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ই-কমার্স খাতে করপোরেট ট্যাক্স মওকুফের সুপারিশ

  নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২০, ১০:৪৯
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ফাইল ফটো)

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অবরুদ্ধ পরিস্থিতির কারণে দেশের ই-কমার্স খাতে প্রতি মাসে ৬৬৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জনিয়েছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)। সংকট কাটিয়ে উঠতে ই-ক্যাব স্বল্প সুদে ঋণ, করপোরেট ট্যাক্স মওকুফের সুপারিশ জানিয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাবের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, ই-কমার্স খাতে আগামীতে ৫ লাখ কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এখন ই-কমার্সকে আলাদা খাত ঘোষণা করার সময় এসেছে কারণ, আমরা ব্যাংক ঋণ নিতে গেলে সমস্যায় পড়তে হবে।

আমরা সবাই এসএমই, তাই করপোরেট ট্যাক্স মওকুফ করা অত্যন্ত জরুরি। আমরা যদি প্রণোদনা নাও পাই তারপরও আমরা আগামী কয়েক বছরের জন্য করপোরেট ট্যাক্স মওকুফ চাই। করোনাকালীন সময়ে আমরা দুই শতাংশ সুদে এক বছরের গ্রেস পিরিয়ডসহ ব্যাংক ঋণ চাই।

লকডাউনে ই-কমার্স খাতের ক্ষয়ক্ষতির ওপর একটি প্রতিবেদন সংবাদ সম্মেলনে তুলে ধরে বলা হয়, বাংলাদেশে ই-কমার্সের বাজার ৮ হাজার কোটি টাকার। বর্তমানে ই-ক্যাবের সদস্য ১ হাজার ১০০ জন। এ খাতে ১ লাখ ২৫ হাজার কর্মী কাজ করছে, যার ২৬ শতাংশ নারী।

আরও পড়ুন : অসহ্য গরমে দুর্বিষহ জীবনযাত্রা

ই-ক্যাবের অর্থ সম্পাদক আব্দুল হক বলেন, করোনা ভাইরাসের কারণে ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর মাত্র ১০ থেকে ১৫ শতাংশ প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে, যারা বেশিরভাগ ক্ষেত্রে নিত্যপণ্য এবং ওষুধ সরবরাহ করছে। করোনা ভাইরাসের কারণে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারায় ই-কমার্স খাতে প্রতি মাসে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ৬৬৬ কোটি টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড