• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিতে বরাদ্দের দাবি

  নিজস্ব প্রতিবেদক

০৮ মে ২০২০, ১১:৫৮
বাজেটে কৃষি খাত
বাজেটে কৃষি খাত (ফাইল ফটো)

করোনা বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে আগামী বাজেটে কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন বাজেটের শতকরা ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। এছাড়া ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে তারা।

বৃহস্পতিবার এ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করে সংগঠনটি। এছাড়া সারাদেশে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাসদ ঢাকা নগর সদস্য সচিব জুলফিকার আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল ও খালেকুজ্জামান লিপন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারী আবারো দেখিয়ে দিল কৃষি-কৃষক, অর্থনীতি ও দেশ বাঁচাতে কৃষি খাতকে গুরুত্ব দেয়ার কোন বিকল্প নেই। বিশেষ করে আমাদের দেশে যেখানে কৃষিতে মোট শ্রমশক্তির শতকরা ৫৪ ভাগ যুক্ত, শতকরা ৮০ ভাগ মানুষ কোন না কোনভাবে কৃষির উপর নির্ভরশীল সেখানে কৃষিই পারে অর্থনীতিকে বাঁচাতে। কিন্তু আমাদের দেশে শাসকশ্রেণি বরাবরই কৃষি খাতকে অবহেলা করে আসছে যার প্রকাশ চলতি সোয়া ৫ লক্ষ কোটি টাকা বাজেটে কৃষি খাতে বরাদ্দ মাত্র শতকরা ৩.৫ ভাগ।

বক্তারা বলেন, আমাদের বোরো ধান থেকে মোট খাদ্যের শতকরা ৬০ ভাগ আসে। তাই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং বাজার স্থিতিশীল রাখতে চলতি বোরো মৌসুমে চাল নয়, মোট উৎপাদনের কমপক্ষে শতকরা ২০ ভাগ বা ৪০ থেকে ৪২ লাখ টন ধান খোদ উৎপাদক কৃষকের কাছ থেকে কিনতে হবে। কারণ কৃষক চাল উৎপাদন করে না। সরকার চাল কিনলে লাভবান হয় মিল ও চাতাল মালিক ব্যবসায়ীরা। ধান ক্রয়ে দলীয়করণ ও দুর্নীতি অনিয়ম বন্ধ করতে হবে।

আরও পড়ুন : করোনায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শনাক্তের নির্দেশ

কৃষি, কৃষক বাঁচাতে আগামী বাজেটে উন্নয়ন বাজেটের শতকরা ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প নির্মাণ করারও দাবি জানান। মনববন্ধন সমাবেশ শেষে কৃষক ফ্রন্টের পক্ষ থেকে জুলফিকার আলী ও খালেকুজ্জামান লিপন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড