• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

টিসিবির পণ্যে অনিয়মে বাতিল হবে ডিলারশিপ

  নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২০, ১৩:২৯
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (ফাইল ফটো)

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি চলছে। এ অবস্থায় এসব পণ্য বিক্রি নিয়ে নানা অনিয়োমের অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই টিসিবির পণ্য বিক্রির ক্ষেত্রে ডিলার কর্তৃক কোনো অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে ওই ডিলারকে পণ্য বিক্রয় কার্যক্রম থেকে প্রত্যাহার তথা ডিলারশিপ বাতিল করে করণীয় বিষয়ে সুপারিশসহ প্রধান কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।

টিসিবির প্রধান কার্যালয় সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে আঞ্চলিক কার্যালয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, মৌলভীবাজার, ময়মনসিংহ এবং টিসিবি ক্যাম্প অফিস, কুমিল্লা, মাদারীপুর, ঝিনাইদহ ও বগুড়ায় পাঠিয়েছে।

আরও পড়ুন : বেতনের দাবিতে রাজধানীতে শ্রমিকদের বিক্ষোভ

আদেশে বলা হয় টিসিবির পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ডিলার কর্তৃক কোনো অনিয়ম হলে প্রিন্ট অথবা ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় অনিয়ম সংক্রান্ত কোনো রির্পোট পাওয়া গেলে অথবা জেলা প্রশাসক, ইউএনও, ভোক্তা অধিকার, র‍্যাব, পুলিশ বা স্থানীয় প্রশাসন বা কোনো কর্তৃপক্ষ কর্তৃক কোনো ডিলারের বিরুদ্ধে বিরুপ মন্তব্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ওই ডিলারকে পণ্য বিক্রয় কার্যক্রম থেকে প্রত্যাহার করে করণীয় বিষয়ে সুপারিশসহ প্রধান কার্যালয়কে অবহিত করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড