• রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

শ্রমিকদের বেতন দ্রুত পরিশোধের আহ্বান

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১২ এপ্রিল ২০২০, ১৭:৫০
বিজিএমইএ
বিজিএমইএ ও বিকেএমইএ (ছবি : সংগৃহীত)

শ্রমিক-কর্মচারীদের বেতন দ্রুত পরিশোধ করার জন্য আহ্বান জানিয়েছে রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

রবিবার (১২ এপ্রিল) এক যৌথ ঘোষণায় বিজিএমইএ ও বিকেএমইএ এই তথ্য জানিয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতি মোকাবিলায় শ্রমিক ও কর্মচারীরা বেতন-ভাতা নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই যে কোনো পরিস্থিতিতে তাদের বেতন-ভাতা পরিশোধ করার ব্যবস্থা করুন। এক সঙ্গে সমবেত না করে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে ভাগ করে এবং সময় ভাগ করে সামাজিক দূরত্ব বজায় রেখে বেতন পরিশোধ করার আহ্বান জানায় এই দুই সংগঠন।

এতে বলা হয়, পোশাক শিল্পের সম্মানিত মালিকবৃন্দ সারা বিশ্ব এখন এক কঠিন পরিস্থিতি মোকাবিলায় ব্যস্ত। তাই পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের শ্রমিক-কর্মচারী ভাই বোনেরাও তাদের বেতন-ভাতা নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

এমতাবস্থায় ব্যাংক কর্মকর্তাদেরকে বিনীত অনুরোধ করছি এ মহাসংকটকালে আপনারা আপনাদের গ্রাহকদের শ্রমিকের বেতন প্রদানের ক্ষেত্রে সহজ শর্তে সহযোগিতা করুন। অনেক স্থানে লকডাউন থাকলেও শ্রমিকদের বেতনের টাকা দেওয়ার জন্য ২-৩ দিন কয়েক ঘণ্টা ব্যাংক খোলা রেখে বেতনের টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন।

পোশাক শিল্পের মালিকদের উদ্দেশ্য বলা হয়, আপনারা যারা এখনো মার্চ মাসের বেতন পরিশোধ করেননি যে কোনো পরিস্থিতিতে পরিশোধ করার ব্যবস্থা করুন। এক সাথে সমবেত না করে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে ভাগ করে এবং সময় ভাগ করে সামাজিক দূরত্ব বজায় রেখে বেতন পরিশোধ করুন। যারা এখনও শ্রমিকদের ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট করতে পারেননি তারা অতি দ্রুত তা সম্পন্ন করুন। এমএফএস প্রতিষ্ঠান সমূহ ‘নগদ’ ‘রকেট’ ‘বিকাশ’ অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে বিজিএমইএ-বিকেএমইএ’র সহযোগিতা নিন।

মনে রাখবেন ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প থাকলে শ্রমিক বাঁচবে।’ আমরা জানি আপনারা শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট আছেন, তারপরও বলবো বিষয়টি অগ্রাধিকার দিন।

আরও পড়ুন : নিরবচ্ছিন্ন মোবাইল ব্যাংকিং সেবা চালুর নির্দেশ

শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করা হলে সরকারের দেওয়া ঋণ সুবিধা পেতে বিজিএমইএ, বিকেএমইএ ও সরকারের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা পাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড