• রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

দীর্ঘ হলো পোশাক কারখানার ছুটি

  নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল ২০২০, ০৯:১১
পোশাক কারখানা
পোশাক কারখানা (ফাইল ফটো)

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন, বিজিএমইএ ও বিকেএমইএ।

বিজিএমইএর সভাপতি রুবানা হক ও বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান শুক্রবার যৌথ বিবৃতিতে বলেন, করোনার কারণে উদ্ভুত’ত পরিস্থিতিতে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বন্ধের সময় মজুরি দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠন ও শিল্পপুলিশকে অবহিত করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ শুক্রবার চতুর্থ দফায় করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন জারির পর বিজিএমইএ ও বিকেএমইএ কারখানা বন্ধের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

অবশ্য সরকার দ্বিতীয় দফায় ছুটি বৃদ্ধি করলেও গত ৫ এপ্রিল কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৈরি পোশাকশিল্প মালিকেরা। গত শনিবার সারা দেশ থেকে পোশাকশ্রমিকেরা করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই ঢাকাসহ আশপাশের শিল্পাঞ্চলে চলে আসেন। চাপে পড়ে সে দিন রাতে বিজিএমইএ ও বিকেএমইএ ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের অনুরোধ জানান।

আরও পড়ুন : কারখানা বন্ধ ঘোষণা

সরকারের নির্দেশনা পেয়ে গত সোমবার (৬ এপ্রিল) বিজিএমইএ ও বিকেএমইএ তাদের সদস্য কারখানা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড