• রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

ডিমের সঙ্গে কমেছে মাছের দর

  নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল ২০২০, ১৪:০৫
ডিম ও মাছের বাজার
ডিম ও মাছের বাজার (ছবি : সংগৃহীত)

সপ্তাহের ব্যবধানে বাজারে কমেছে ডিম ও মাছের দাম। বাজারে প্রকারভেদে প্রতি ডজন ডিমের দাম পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। আর কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা। ১০ টাকা কমে দেশি মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকা, ২০ টাকা কমে সোনালী মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকা, হাঁসের ডিম প্রতি ডজন ১২০ টাকা।

কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন প্রকার মাছের দাম। এসব বাজারে দাম কমে বর্তমানে প্রতি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা থেকে ৭০০, ছোট ইলিশ আকারভেদে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে।

এছাড়া প্রতিকেজি কাঁচকি ৩০০ টাকা কেজি, মলা ৩০ টাকা, ছোট পুঁটি (তাজা) ৫০০ টাকা, শিং (আকারভেদে) ৩০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫৫০ টাকা, চিংড়ি (গলদা) ৪০০ থেকে ৮০০ টাকা, বাগদা ৪৫০ থেকে ১০০০ টাকা, হরিণা ৪০০ থেকে ৫০০ টাকা, দেশি চিংড়ি ৩৫০ থেকে ৫০০ টাকা, রুই (আকারভেদে) ২২০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২০০ থেকে ৩০০ টাকা, পাঙাস ১৩০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকা, কৈ ১৮০ থেকে ২০০ টাকা, কাতল ২০০ থেকে ৩০০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে।

আরও পড়ুন : বাড়তে পারে ছুটির মেয়াদ

শান্তিনগর বাজার এক ক্রেতা বলেন, বাজারে ক্রেতা কম এরপরও দাম কমছে না। দেশের বর্তমান পরিস্থিতিতে বাড়তি দামে পণ্য কেনা কষ্টকর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড