• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষমা চাইলেন পোশাক কারখানার মালিক হেলেনা

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ১১:৪৮
পোশাক কারখানা মালিক হেলেনা জাহাঙ্গীর
পোশাক কারখানা মালিক হেলেনা জাহাঙ্গীর (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশে সাধারণ ছুটি চলাকালে কারখানা চালুর সমালোচনাকারীদের তুলোধুনো করার পরদিনই এমন বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন পোশাক কারখানা মালিক হেলেনা জাহাঙ্গীর।

রবিবার ফেইসবুক লাইভে এসে আগের বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। এর আগে কারখানা চালু রাখার পক্ষে বিভিন্ন যুক্তি দিয়ে সমালোচনাকারীদের সমালোচনা করেছিলেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হেলেনা সংবাদ মাধ্যমকে বলেন, “আমার তিনটি কারখানা রয়েছে। আমি সেগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগে যেহেতু বন্ধের সিদ্ধান্ত হয়নি তাই খোলা রাখার পক্ষে বলেছিলাম। এটা নিয়ে অনেকেই আমাকে ভুল বুঝেছেন। সরকার যতদিন চাইবে ততদিন কারখানা বন্ধ থাকবে।

“যে কোনো পরিস্থিতিতে সরকার কারখানা বন্ধের নির্দেশ না দিলে মালিকরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কারখানা বন্ধ করলে তা বায়ার বা বিদেশি ব্র্যান্ডগুলো মেনে নিতে চান না। সে কারণে আমরা কারখানা বন্ধ রাখার বিষয়ে আগে একমত হতে পারিনি। এখন যেহেতু বিজিএমইএ বলেছে এখন কারখানা বন্ধ থাকবে।”

আরও পড়ুন : দুদক পরিচালকের মৃত্যু, আইসোলেশনে স্ত্রী ও সন্তান

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সরকার সারা দেশে ছুটি ঘোষণা করে ঘরে অবস্থানের কর্মসূচি দিলে কিছু পোশাক কারখানাও ছুটি ঘোষণা করে। তবে ৪ এপ্রিল লকডাউন চলার মধ্যেই কারখানা চালুর সিদ্ধান্ত নেন অনেক মালিক। আকস্মিক এমন সিদ্ধান্তে পর যানবাহন না পেয়ে পায়ে হেঁটে শত শত কিলোমিটর দূরের পথ থেকে নিজ নিজ কারখানার উদ্দেশ্যে যাত্রা করেন শ্রমিকরা।

রুবানা হকের ওই ঘোষণা আসার ঘণ্টা দেড়েক আগে শনিবার রাত ৮টার দিকে ফেইসবুক লাইভে এসে হেলেনা জাহাঙ্গীর এসব কথা বলেন।

কারখানা চালু রাখার পক্ষে হেলেনা জাহাঙ্গীর যুক্তি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড