• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিমানের খরচে ‘করোনার ছোবল’

  নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২০, ০৯:৫৬
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (ফাইল ফটো)

আয়ের সবচেয়ে বড় খাত গ্রাউন্ড হ্যান্ডলিং ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকায় রাষ্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বিপাকে পড়েছে। চলতি এপ্রিল মাসে উড়োজাহাজের লিজ ভাড়া, মেইনটেনেন্স খরচ এবং ব্যাংক ঋণের কিস্তি হিসেবে ৬২৮ কোটি টাকা দিতে হবে। কর্মীদের বেতন ও বিভিন্ন দেশে অফিস রক্ষণাবেক্ষণের খরচ মিলে মাসিক মোট খরচ ২০৩ কোটি টাকা।

সব মিলিয়ে শুধু চলতি মাসেই বিমানের খরচ ৮৩১ কোটি টাকা। প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্বের পাশাপাশি দেশের এভিয়েশন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেনবলেন, কর্মীদের বেতন নিয়ে আপাতত খুব একটা সমস্যা হবে না। তবে এয়ারক্রাফট মেইনটেনেন্স, উড়োজাহাজ লিজ ও ব্যাংক ঋণের কিস্তি নিয়ে বড় ধরনের দুশ্চিন্তায় আছি। বর্তমান যে অবস্থা এটা চলতে থাকলে আগামীতে বিমানে বড় ধরনের সংকট তৈরি হবে।

তিনি বলেন, সংকট মেটাতে ইতোমধ্যে পাইলট, কেবিন ক্রুসহ ষষ্ঠ স্তরের উপরের কর্মকর্তাদের বেতনের ১০ শতাংশ কর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সব ধরনের ওভারটাইম বাতিলসহ খরচের ১০টি খাত কাটছাঁটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, তিন মাসে রাজস্ব আয়ে ৪০২ কোটি টাকা ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তিন মাসে বিমান ১২শ’ কোটি টাকার বেশি আর্থিক চাপের মধ্যে আছে। এ অবস্থা চলতে থাকলে এ অঙ্ক আরও বাড়বে।

আরও পড়ুন : পুলিশ আরও কঠোর হবে

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, দেশের এয়ারলাইনন্সগুলো মাসে প্রায় ৭০০ কোটি টাকার বাজার নিয়ে কাজ করে। অর্থাৎ এ বাজার বছরে প্রায় আট হাজার ৪০০ কোটি টাকার। কাজেই সরকারের উচিত দ্রুত এ সেক্টরের জন্য বড় অংকের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড