• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর তহবিলে ১৫ লাখ টাকা দিল ভূমি মন্ত্রণালয়ের কর্মচারীরা

  অধিকার ডেস্ক

০৫ এপ্রিল ২০২০, ২৩:৪৬
ভূমি মন্ত্রণালয়
ভূমি মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুদান এবং ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থবাবদ মোট ১৫ লাখ টাকা দেয়া হয়েছে।

রবিবার (০৫ এপ্রিল) ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণপ্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশের নিম্নআয়ের নাগরিকরা কর্মহীন হয়ে পড়ায় তাদের কষ্টকর জীবন লাঘবে সাহায্যের অংশ হিসেবে ভূমিমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরতদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড