• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিল্প-কলকারখানা বন্ধ হবে না : শ্রম প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২০, ১৯:০২
শ্রম প্রতিমন্ত্রী
শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে কোনো শিল্প-কলকারখানা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, তবে আমাদের পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

রবিবার (২২ মার্চ) বিকালে রাজধানীর বিজয় নগরের শ্রম ভবনে ‘শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক’ শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখন যে পরিস্থিতি তাতে করে শিল্প-কলকারখানা চালু রাখা হবে। কারখানা বন্ধ করাটা কোনো বড় ঘটনা না। আপাতত আমরা কোনো শিল্প-কলকারখানা বন্ধ করব না। তবে সার্বিক বিষয়ে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

মন্নুজান সুফিয়ান বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলা করব।

আরও পড়ুন : শাহজালাল বিমানবন্দর থেকে হাসপাতালে ৩ যাত্রী

এ সময় উপস্থিত ছিলেন- শ্রম সচিব কে এম আলী আজম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম প্রমুখ।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড